DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 18, 2025

আবারো ধসের আতঙ্ক অন্ডাল খনি এলাকায় উঠছে নানা অভিযোগ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আবারো ধস খনি অঞ্চল অন্ডালের খাস কাজোড়া  এলাকায়। 
 খনি অঞ্চলে ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আবারো ধসের ঘটনা ঘটে  ইসিএল - এর  কাজোরা এরিয়ার খাস কাজড়া ১০ - ১১ নম্বর কোলিয়ারির  চাণকের পিছনে। এই এলাকার প্রতিবছরই ধসের ঘটনা ঘটে বলে জানাচ্ছে এলাকাবাসী। এলাকায় মানুষের অভিযোগ ইসিএল যে পরিমাণ কয়লা উত্তোলন করে সেই পরিমাণে বালি প্যাকিং করা হয় না যার ফলেই খনি অঞ্চলে এত ধসের প্রবণতা দেখা দেয়। এছাড়া মাটির নিচ থেকে বেআইনিভাবে কয়লা মাফিয়াদের কয়লা কেটে নিয়ে যাওয়ার ঘটনায় এমন ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর। সব মিলিয়ে আবারো আতঙ্ক ও অন্ডাল খনি এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot