DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, November 30, 2025

পাঁচ টাকায় শপিং মল, প্রান্তিক মানুষদের জন্য উদ্যোগ দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের পাঁচ মাথা মোড় সংলগ্ন দিশারী সংঘের মাঠে রবিবার দুপুর একটায় আয়োজিত হলো প্রান্তিক মানুষের জন্য অনন্য উদ্যোগ—‘পাঁচ টাকার শপিং মল’। স্বেচ্ছাসেবী সংগঠন বেনাচিতি স্বপ্নপূরণ এই একদিনের শপিংমল সাজায় অত্যাধুনিক শোরুমের আদলে, যেখানে শিশুসহ সকল বয়সের মানুষের জন্য পোশাক, জুতো ও প্রয়োজনীয় সামগ্রী রাখা ছিল মাত্র পাঁচ টাকায়।
আয়োজকদের উদ্দেশ্য—দান নয়, সম্মান দিয়ে পছন্দ করার স্বাধীনতা নিশ্চিত করা। সংগঠনের উপদেষ্টা সঞ্জয় সিট জানান, প্রান্তিক মানুষের স্বপ্নকে মূল্য দিয়েই এই উদ্যোগ, যা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে করা হবে। উদ্যোগে ভিড় ছিল লক্ষণীয়,নতুন পোশাক হাতে পেয়ে বহু মানুষের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। আয়োজকদের মতে, এই কার্যক্রম সমাজকে স্মরণ করিয়ে দেয়—সাহায্য মানেই শুধু দান নয়, মানবিকতার সম্মান দেওয়া।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot