DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 27, 2025

অবশেষে বিধায়কের উদ্যোগে উখড়া রেলওয়ে ওভারব্রিজের কাজ শুরু হতে চলেছে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর  উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হতে চলেছে উখড়া রেলওয়ে ওভার ব্রিজের কাজ। পরিদর্শনের রেলের CEO অজয় কুমার ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
পাণ্ডবেশ্বর উখড়া সন্নিহিত মানুষের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আজ চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করলেন রেলের আধিকারিক এবং স্থানীয় মানুষ ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর উখরা বিভিন্ন এলাকার মানুষের নাভিশ্বাস  রেলগেটকে নিয়ে, হাজার হাজার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই রেলগেট। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর তৎপরতায় মাননীয় সংসদ শত্রুঘন সিনহা  সহযোগিতায় রেল কর্তৃপক্ষকে মানুষের যন্ত্রণা কথা নিয়ে চিঠি করা হয়। বেশ কয়েক বছর ধরে মাপযোগ, কথাবার্তা চলার পর আর চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করলেন রেলের আধিকারিকগণ। স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা তরুণ গড়াই, মানুষের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হবে ধন্যবাদ জানাই সাংসদ এবং বিধায়ক মহাশয় কে। স্কুল, কলেজ এবং অ্যাম্বুলেন্স স্তব্ধ হয়ে যেত এই রাস্তা দিয়ে। অতি দ্রুত কাজ চললে খুব ভালো হয়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের যে কষ্ট লাঘব হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা মাননীয় সাংসদ মহাশয় কে পত্র দিয়েছিলাম, সেই পত্র মোতাবেক রেল কর্তৃপক্ষ সাড়া দিয়েছেন। আজকে চূড়ান্ত নকশা নিয়ে রেলের আধিকারিক আলোচনা করলেন এবং অতি দ্রুত কাজ চালু হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot