DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 2, 2025

দুর্গাপুরের এবিএল সমবায় সমিতির ভোটের মনোনয়ন পত্র তোলা কে নিয়ে উত্তেজনা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সমবায় সমিতির নির্বাচনে ফের বহিরাগতদের দাপট এর অভিযোগ। সিটু পার্টি অফিসের সামনে থেকে সিটু কর্মীদের সরে যাওয়ার নিদান বহিরাগতদের।এবার দুর্গাপুরে এবিএলে সমবায় সমিতির নির্বাচনে সিটু কর্মীদের মনোনয়ন পত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ। নিমেষে উত্তেজনা এলাকায়।ক্যামেরার সামনেই সিটু কর্মীদের হুমকি বহিরাগতদের। নিজেকে এবিএলের কর্মী বলে দাবি করা মাত্রই বিড়ম্বনা এড়াতে তাকে সরিয়ে নিয়ে গেলো অনেকে। এরা কারা???? উত্তরে সিটু নেতা নবারুণ দে র অভিযোগ এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তাকে ও তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র তুলতে বাঁধা দিচ্ছে তৃণমূল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর লাহা। গতবার এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় পায়, এবার ১৫  টি আসনের জন্য ভোট হবে ২৪ তারিখ, আজ ও আগামীকাল মনোনয়ন পত্র জমা ও তোলার দিন।সিটু আটটি ও আইএনটিইউসি সাতটি আসনে সমঝোতা করে লড়ছে।মোট ভোটার ৬৫ জন।আর প্রথম দিনের মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এবিএল সমবায় সমিতির অফিসের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউনশিপ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot