DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 30, 2025

বিধায়ক এর সাথে কচিকাঁচারা নিজেদের ইচ্ছেমতো সবকিছু কিনতে ঈদের বাজারে পাণ্ডবেশ্বরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : হাঁটি হাঁটি পা পা করে "চলো যাই ঈদের বাজার"- অভিনবত্ব উদ্যোগ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। রীতিমতো বিধায়ক নিজে বাজারে নিয়ে গিয়ে ঈদের বাজার করলেন কচিকাঁচাদের। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজারে এলাকার প্রায় 200  কচিকাঁচাদের যেমন খুশি কিনতে পারো এই ভাবনা নিয়ে বিভিন্ন দোকানে দোকানে নিজেদের পছন্দমত কচিকাঁচাদের বাজার করালেন বিধায়ক। স্বভাবতই খুশি কচিকাঁচাদের মা-বাবারা। এক অভিভাবক রুস্তম ইরানী বলেন, আমাদের বিধায়ক আমাদের অভিভাবক। ঈদ এলেই তিনি শুধু কচিকাঁচা নন বড়দের শাড়ি লুঙ্গি থেকে শুরু করে ঈদের দিনে লাচ্ছা পর্যন্ত পৌঁছে দেন। এটাই পাণ্ডবেশ্বরের সংস্কৃতি।। বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা। আমরা পাণ্ডবেশ্বর পূজা হোক, ঈদ, ছট কালীপূজা সবেতেই একে অপরের আনন্দে কাটাই। তাই বাচ্চাদের চিন্তা করেছি নিজের পছন্দমত যেমন খুশি তারা জামা কাপড় কিনুক, এটাই তাদের আনন্দ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot