আজ সকাল থেকে দফায় দফায় পুলিশি অভিযান ধর্ষণকাণ্ডে। সকালে বিজড়া গ্রামে দুর্গাপুর থানা এবং নিউ টাউনশিপ থানা যৌথভাবে দুই অভিযুক্ত কে নিয়ে তল্লাশি অভিযান সহ গ্রামের সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করে। ধর্ষণে অভিযুক্ত পাঁচজনের বাড়ি বিজড়া গ্রামে হওয়ায় তাদের বাড়ি থেকে সেদিন রাতে পরা জামা কাপড় সংগ্রহ করে পুলিশ ফরেন্সিকের জন্য। এরপর ঘটনার পুনর্নির্মাণ করতে জঙ্গলে অপরাধীদের নিয়ে আসা হয় দফায় দফায়। পুলিশের জেরায় কথাবার্তায় অসংগতি মেলায় এরপর নির্যাতিতার ডাক্তার বন্ধুকেও আনা হয় জঙ্গলে। প্রায় দু'ঘণ্টা ধরে তাকে নিয়ে পুনর্নির্মাণ চলে উপস্থিত ছিলেন ডিসি অভিষেক গুপ্তা। নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় পুরো জঙ্গল এলাকা । এরপর তাকে নিয়ে আবারো ফিরে যায় পুলিশ। এরপর সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে সিপি সাহেব বলেন গণধর্ষণ নয় ধর্ষণ করেছে একজনই এখনো পর্যন্ত যা প্রমাণ মিলেছে তার ভিত্তিতে। এরপরে আরো বেশ কিছু রিপোর্ট আসবে তারপরেই আসল অভিযুক্তের নাম জানা যাবে। তাই এবার আটক করা হয়েছে নির্যাতিতার পুরুষ ডাক্তার বন্ধুকে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গণধর্ষণ নয় ধর্ষণ করেছে একজন। পুলিশী তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে তাই আর বেশ কিছু রিপোর্ট এলেই আসল অভিযুক্তের নাম জানা যাবে এমনটাই জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মাননীয় সিপি । গত শুক্রবার থেকেই দুর্গাপুর শহরে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা শহর জুড়ে, রাজনৈতিক টানা পোড়েন, এলাকায় এলাকায় বিভিন্ন থানায় রাজ্য জুড়ে বিক্ষোভ। শুরু হয় ধর্না মঞ্চ আবার করে রাজনীতি শুরু হয় আরো একটি ধর্ষণের ঘটনা নিয়ে। যে বেসরকারি মেডিকেল কলেজের বাইরে জঙ্গলে এই ঘটনা ঘটেছিল সেই বেসরকারি কলেজে বিক্ষোভ এবং দুই রাজ্যের মধ্যে টানা পোড়েন। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, যে ছাত্রী ধর্ষিতা হয়েছেন সে ছাত্রী উড়িষ্যার জলেশ্বরের ছাত্রী। আর ঘটনা ঘটেছে এই রাজ্যে দুর্গাপুর শহরে কলেজ ক্যাম্পাসের বাইরে জঙ্গলের মধ্যে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তদন্ত নেমে পাঁচজনকে গ্রেফতার করে এবং ওই ছাত্রীর সঙ্গে তার যে পুরুষ সহপাঠী ডাক্তার বন্ধু রাতে বেরিয়েছিল। তাকেও জিজ্ঞাসাবাদ করে দফায় দফায়। অবশেষে ঘটনার পুনঃনির্মাণ করতে গিয়ে দেখা যায় ঘটনা অন্য এক দিকে মোড় নিচ্ছে। জানা যায় গণধর্ষণ নয়, ধর্ষণ করেছে একজনই কিন্তু কে সে ? পুলিশই তদন্ত যেভাবে দ্রুত এগোচ্ছে খুব শিগগিরই সে বিষয়ে জানা যাবে। এমনটাই জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি।
No comments:
Post a Comment