DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, October 11, 2025

দুর্গাপুরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ গৃহ শিক্ষক স্বামীর

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ গৃহ শিক্ষকের। রোম হর্ষক ঘটনা দুর্গাপুরে। দুর্গাপুরের ধোবি ঘাট এলাকায় স্ত্রীর রক্তে হাত রাঙিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন এক গৃহ শিক্ষক। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঘটে যাওয়া এই ঘটনায় শোরগোল পড়ে যায়, গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, হয় কাটারি দিয়ে কিনবা ধারালো কোন অস্ত্র দিয়ে খুন করা হয়েছে মুকুল দেবীকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম দুর্গা দাস কর পেশায় গৃহ শিক্ষক। খুন হওয়া মহিলার নাম মুকুল কর। স্থানীয়রা জানিয়েছেন ওই মহিলাকে সব সময় হাসিমুখে দেখা যেতো। কিন্তু এদিন সন্ধ্যা নামতেই বদলে যায় ছবিটা। হঠাৎ পুলিশ আসে ভিড় জমে এলাকায়। তখনই জানা যায় নিজের স্ত্রীকে খুন করেছে দুর্গা দাস কর এবং নিজে গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কি কারনে এই নির্মম হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot