DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, September 23, 2025

কোকওভেন থানার উদ্যোগে শাড়ি বিতরণ হারানো মোবাইল ফেরত ও পুজোর চেক বিতরণ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মা তুমি শক্তি তুমি মুক্তি তোমাকে ছাড়া আর আছে কি... শুধু প্রতিমাতে নয়, প্রতি মা তেই মা দুর্গা আছেন। এই বার্তাকে সামনে রেখে ৭০০ জন দুঃস্থ পরিবারের মায়েদের মুখে হাসি ফোটাতে আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে নতুন বস্ত্র তুলে দেওয়া হোলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন কোক ওভেন থানার আধিকারিক মইনুল হক এর উদ্যোগে।  একই সঙ্গে পুলিশের ফিরে পাওয়া কর্মসূচীতে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫০টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও সাইবার ক্রাইমে প্রতারিত লক্ষাধিক টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হোলো আজ। আজ বিকেল ৪:৩০টে নাগাদ কোক ওভেন থানার নিকট শ্রেয়শ্রী লজে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এছাড়াও এবছর নতুন চারটি পুজো কমিটি অনুদান পাচ্ছে তাদের হাতেও চেক তুলে দেওয়া হয়। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ইষ্ট  মাননীয় অভিষেক গুপ্তা মহাশয়, এসিপি দুর্গাপুর  মাননীয় সুবীর রায় মহাশয় এছাড়াও অন্যান্য বিশিষ্ট পুলিশ আধিকারিক সহ কোক ওভেন থানার পুলিশ আধিকারিক ,কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অতিথিরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot