প্রতি বছর ৯ই আগস্ট পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস । এই দিনটি বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্যকে স্বীকৃতি ও সম্মান জানানোর জন্য পালিত হয়। সেই সাথে আদিবাসী মানুষেরা যে পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখছেন, তাও এই দিনে স্মরণ করা হয়।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বরের একটা বেসরকারি কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তার প্রথম দিনের শুভ সূচনা হলো। এই অনুষ্ঠান চলবে চার দিন বলে ব্লক প্রশাসন সূত্রে জানা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পোন্নামবলাম আইএস, ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,পাণ্ডবেশ্বর এর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, এছাড়াও ছিলেন তৃণমূলের আরো অন্যান্য নেতৃত্ব, পাশাপাশি ছিল আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ।
No comments:
Post a Comment