দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার সুবিশাল কুয়ো। যার জেরে জল সংকটের সম্মুখীন গোটা এলাকা। বহুতলে সুবিশাল কুয়ো খননের জেরে জল সংকটে এলাকাবাসী কুয়োর জল। বিক্ষোভে সামিল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নগর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড় এলাকায়। সূত্র মারফত খবর, ওল্ড কোর্ট মোড় এলাকায় গজিয়ে উঠছে একটি বহুতল আবাসন। আর সেখানেই খনন করা হয়েছে বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার সুবিশাল কুয়ো। বসেছে একাধিক সাবমার্শাল। যার জেরে তীব্র জল সংকটের সম্মুখীন হতে হয়েছে গোটা এলাকাবাসীকে। এলাকাবাসীদের অভিযোগ, এই বিশালাকার কুয়ো খননের পর থেকেই এলাকার সরকারি কুয়োগুলি থেকে জলস্তর নামতে শুরু হয়েছে। ফলে তীব্র দাবদহে চরম জল সংকট শুরু হয়েছে গোটা এলাকায়। অভিযোগ নগর নিগমের অনুমতি ছাড়াই এত বড় কুয়ো খনন করেছে এই বহুতল নির্মাণকারী সংস্থা। মঙ্গলবার বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার অফিসে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বহুতল নির্মাণকারী সংস্থার মালিকের সাথে আলোচনায় বসার দাবি জানাতে থাকেন তাঁরা। সংস্থার মালিক এদিন না থাকায় সংস্থার ম্যানেজারের কাছে অভিযোগ জানানো হয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত এই কুয়ো বন্ধ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। বিক্ষোভকারী রুমা দে অভিযোগ করেন,"ছোট থেকে এতো বড় হয়েছেন কিন্তু কোনদিন এত বড় কুয়ো দেখেননি। কার অনুমতি নিয়ে এত বড় কুয়ো খনন করা হলো তাও অজানা। তারা নগর নিগমে যাবেন না, উল্টে নগর নিগমের আধিকারিকদের এখানে আসতে হবে। দ্রুত এলাকায় পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করতে হবে অন্যথায় তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন। যদিও এ প্রসঙ্গে সংস্থার প্রজেক্ট ম্যানেজার শশীভূষণ রায় জানান, "নগর নিগমের কাছে কোনরকম অনুমতি নেওয়া হয়নি। তবে নগর নিগমের সাথে এ বিষয়ে কথা বলা হবে। কুয়ো বন্ধের ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।" ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ফরিদপুর ফাঁড়ির সাব ইন্সপেক্টর বিধান চন্দ্র মন্ডল বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, "যেখানে অভিযোগ জানানোর সেখানে জানান। যদি নগর নিগমের অনুমতি না থাকে তাহলে কুয়ো বন্ধ করে দেওয়া হবে।" এই ঘটনাকে কটাক্ষ করে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "এত বড় কুয়ো খনন করা হলো কার অনুমতিতে। এলাকার মানুষদের সমস্যাই পড়তে হচ্ছে কিসের জন্য। পুলিশের আধিকারিক বলছেন নগর নিগমের অনুমতি ছাড়া কোন কাজ হয়নি। তাহলে নগর নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। এলাকায় পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করুক।" অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তিওয়ারি জানান, "জলের সংকট হলে এলাকাবাসীরা তো বিক্ষোভ দেখাবেনই। তবে এই কুয়ো খননের জন্য নগর নিগমের কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। এর বিরুদ্ধে নগর নিগমের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।"
Post Top Ad
Your Ad Spot
Thursday, May 8, 2025
Home
Unlabelled
আবাসনের জন্য বেআইনিভাবে বিরাট আকারের কুয়ো খোঁড়ায় জল সংকটের অভিযোগ এলাকাবাসীর
আবাসনের জন্য বেআইনিভাবে বিরাট আকারের কুয়ো খোঁড়ায় জল সংকটের অভিযোগ এলাকাবাসীর
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment