DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 8, 2025

ভোররাতে আগুন লাগার কারণে বন্ধ হয়ে গেল দুর্গাপুরের ডিপিএলের আট নম্বর ইউনিট।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ভোররাতে দুর্গাপুরের ডি পি এল তাপবিদ্যুৎ কেন্দ্রের আড়াইশো মেঘা ওয়াটের আট নম্বর ইউনিট আগুন লাগার কারণে বন্ধ হয়ে গেল এই নিয়ে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় শহর জুড়ে । আচমকা বিকট শব্দে আগুন স্টেশন ট্রান্সফরমারে ,একই সাথে সাপ্লাই ব্রেকারে আগুন, যার জেরে ৬. ৬ কেভি ট্রান্সফরমার বাস পুড়ে ছারখার।বিকল হয়ে গেলো রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আট নম্বর ইউনিট, বন্ধ হয়ে গেলো বিদ্যুৎ উৎপাদন।অনিশ্চয়তার দোলাচলে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলের আট নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।আট নম্বর ইউনিটে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, এখন এই ইউনিট বিকল হয়ে যাওয়াতে এই গরমে বিদ্যুতের ঘাটতি তৈরী হওয়ার আশংকা দেখা দিয়েছে। যদিও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, একটা দুর্ঘটনা হয়েছে ঠিকই, মেরামতির কাজ শুরু হয়েছে, কেন চালু একটা ইউনিটে আগুন লাগলো তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রাজ্য সরকারের অধীনে থাকা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এই আট নম্বর ইউনিটটি দেশীয় সংস্থা ভেল বা ভারত হেভি ইলেকট্রিকাল লিমিটেড তৈরী করেছিল,২০১৪ সালের ১ লা অক্টোবর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। আট নম্বর ছাড়াও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর ইউনিট রয়েছে, যেখানে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, ২০০৮ সালের ৩০ শে এপ্রিল থেকে সাত নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়েছিল। এখন আট নম্বর ইউনিটটি বিকল হয়ে পড়াতে সাত নম্বর ইউনিটটি ভরসা।ডিপিএল কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তের নির্দেশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot