DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 10, 2025

দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের বিজয় উৎসব অনুষ্ঠিত হলো সাড়ম্বরে দুর্গাপুরের মাঙ্গলিক হোটেলে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : অনুষ্ঠিত হলো দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের বিজয়োৎসব। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।" ফুটবল আর বাঙালির এক অনবদ্য অঙ্গাঙ্গি সম্পর্ক। বাঙালির হৃদয়ে সবুজ মেরুন মোহনবাগানের সহাবস্থান। স্বভাবতই মোহনবাগানের জয়েই নিহিত আছে বাঙালির ভালোলাগা ও ভালোবাসা। তাই সর্বদাই মোহনবাগানের জয়ের আনন্দে সামিল মোহনবাগানপ্রেমীরা। ১০ ই মে শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে আই.এস.এল লীগ শীল্ড, আই.এস.এল কাপ ও কলকাতা প্রিমিয়ার হকি লীগ ২০২৫ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে একটি বিজয়োৎসবের আয়োজন করা হয় দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে। সবুজ মেরুন কেক কেটে এই উৎসবের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মোহনবাগান ফ্যান্স ক্লাবের সচিব দেবাশীষ দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহন বাগান ফ্যান্স ক্লাবের সকল সদস্যরা। মোহনবাগান ফ্যান্স ক্লাবের সচিব দেবাশীষ দত্ত জানান, "বিগত তিন বছরে মোহনবাগানের উল্লেখ্যযোগ্য সাফল্যে তিনি গর্বিত এবং কমিটির সকলের সম্মিলিত প্রয়াসেই এটি সম্ভব হয়েছে। এরই পাশাপাশি তিনি ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে বলেন এটি অত্যন্ত দুঃখজনক। ভারত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সারাবিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে। যে সকল দেশ চাইনা ভারত এগিয়ে যাক তারাই যুদ্ধ হলে খুশি হচ্ছে। তাই ভারতের শ্রীবৃদ্ধিতে তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হোক।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot