DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 10, 2025

দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারায় নতুন কমিটি গঠন হলো

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : ১০ ই মে শনিবার দুর্গাপুরের বেনাচিতি গুরুদুয়ারা জগৎ সুধারে নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। সর্দার চঞ্চল সিং এই নতুন পরিচালন কমিটির সভাপতি পদে নিযুক্ত হন। আগামী দু'বছরের জন্য তিনি এই পদে নিযুক্ত থাকবেন। এদিন উপস্থিত ছিলেন বেনাচিতি গুরুদুয়ারার বিশিষ্টজনেরা। গুরুদুয়ারা জগত সুধার কমিটির নবনির্বাচিত সভাপতি সর্দার চঞ্চল সিং জানান, "আগামী দিনে শুধুমাত্র শিখ সম্প্রদায়ই নয় এলাকার সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে সম্মিলিতভাবে সমাজের উন্নতিসাধন করা হবে এবং গুরুদুয়ারার সকল কাজে সর্বদা নিয়োজিত থাকবেন। গুরুদুয়ারা কমিটির প্রেসিডেন্ট জগজিৎ সিং বলেন, গুরুদুয়ারা কমিটির পূর্ব সভাপতি ছিলেন সর্দার তেজেন্দর সিং যিনি অত্যন্ত সুদক্ষতার সাথে কাজ করেছিলেন। তাঁর সময় অবধি শেষ হওয়ায় কমিটির সকল সদস্যের সম্মতিতে কমিটির নতুন সভাপতি হয়েছেন সভাপতি সর্দার চঞ্চল সিং। তিনি আরও জানান, এই গুরুদুয়ারা কমিটি সর্বদাই জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সাথে নিয়ে চলে। তাঁর কাছে সব ধর্মই সমান। গুরুদুয়ারার মুখ্য গ্রন্থি প্রভূজিত সিং বলেন, সর্দার চঞ্চল সিং বিগত ৩০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে গুরুদুয়ারাতে সেবা করে চলেছেন তাই তিনি আশাবাদী সর্দার চঞ্চল সিং সুনিপুণভাবে কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot