DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 3, 2025

আইএনটিইউসির ৭৮ তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে উদযাপিত হল শিল্প শহর দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : উদযাপিত হল আইএনটিইউসি’র ৭৮ তম প্রতিষ্ঠা দিবস । ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। আর ১৯৪৭ সালেরই ৩রা মে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্বকারী সংগঠন ইন্ডিয়ান ন্যাশানাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এই বছর তা ৭৮ তম বর্ষে পদার্পণ করলো। সেই উপলক্ষে সারাদেশ জুড়েই সাড়ম্বরে উদযাপিত হলো আইএনটিইউসি’র ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস। শনিবার সকালে দুর্গাপুরের স্টীল টাউনশিপের গুরু নানক রোডের "আনন্দ লাবণ্য" ভবনে আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়নের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়। এদিন "আনন্দ লাবণ্য" ভবনে সংগঠনের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য আইএনটিইউসি-র সম্পাদক মন্ডলীর সদস্য রজত দীক্ষিত। এরই পাশাপাশি সংগঠনের সদস্যরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন। কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে এই বছর কেক কাটার অনুষ্ঠান বাতিল করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসি-র সম্পাদক মন্ডলীর সদস্য রজত দীক্ষিত, সংগঠনের যুগ্ম সম্পাদক অসীম মোশান, সহ সভাপতি শুভঙ্কর বোস, সাংগঠনিক সম্পাদক কৌশিক ব্যানার্জী, অভিজিৎ সিনহা সহ সংগঠনের সকল সদস্যরা। সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্য রজত দীক্ষিত জানান, ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দেশ স্বাধীন হয় এবং সেই বছরই ৩ রা মে জাতীয় কংগ্রেসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আইএনটিইউসি-র প্রতিষ্ঠা হয়। আইএনটিইউসি সর্বদা সারাদেশে শ্রমিক শ্রেণীর কল্যাণে, কারখানার উৎপাদনের লক্ষ্যে, মানব জাতির সেবায় নিয়োজিত আছে। এই দিনটি অত্যন্ত গৌরব ও ঐতিহ্যের। বর্তমানে সর্বভারতীয় সভাপতি ডঃ জি সঞ্জীব রেড্ডি ও রাজ্য সভাপতি মহম্মদ কামারুজ্জামান কামারের নেতৃত্বে আজ আইএনটিইউসি সারা ভারতে এক নম্বরে অধিষ্ঠিত।" তিনি আরও জানান, "সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সন্ধ্যেবেলায় সংগঠনের কার্য্যালয়ে সংগঠনের সারা বছরের বিভিন্ন কর্মসূচী ও কার্যকলাপ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot