DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 3, 2025

সাংবাদিক বৈঠকে সাংসদ কীর্তি আজাদ জানালেন তার কাজের খতিয়ান এবং আগামী দিনের ভাবনা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ২০২৪ এ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন কীর্তি আজাদ ঝা । কেটে গেছে প্রায় একটা বছর। এই এক বছরে নিজের সংসদীয় এলাকায় কি কি উন্নয়ন করেছেন এবং আগামীতে কি কি উন্নয়ন করবেন তার হাল হকিকত জানাতে শনিবার দুর্গাপুরে নিজের বাসভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সাংসদ তহবিলের অর্থে রাস্তা নির্মাণ ও অ্যাম্বুলেন্স প্রদান করার পাশাপাশি শিল্পাঞ্চলের শিল্প সম্ভাবনা সম্পর্কেও আলোচনা করেন তিনি। তিনি জানান, দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড সংস্থাকে পুনরায় চালু করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। ফেরো স্ক্রাপ কারখানা নিয়ে প্রসঙ্গ তুলে এদিন ব্যাখ্যা করেন সাংসদ কীর্তি আজাদ এছাড়াও শহরে দূষণ প্রতিরোধেও নিয়মিত নজর রাখা হচ্ছে। এরপরেই কাশ্মীরে পেহেলগাঁওয়ে,  সদ্য ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে দেশের সুরক্ষা বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা সম্পর্কে তীব্র সমালোচনা করেন তিনি।  এদিন দিলীপ ঘোষ প্রসঙ্গেও তিনি জানান, "সব মন্দিরে সবার যাওয়ার অধিকার আছে। উনি দীঘায় জগন্নাথদেবকে দর্শন করতে গেছেন, যেতেই পারেন, তাতে সমস্যা কোথায়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও দুর্গাপুর দু'নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জল মুখোপাধ্যায়। মন্ত্রী প্রদীপ মজুমদার সাংসদ তহবিলের টাকায় এলাকায় কি কি কাজ হয়েছে তার বিবরণ দেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot