DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 30, 2025

পহেল গাঁওয়ে নারকীয় হত্যার প্রতিবাদে মৌন মিছিল বিধান নগর রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সদস্যদের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কাশ্মীরে পহেল গাঁওয়ে নারকীয় হত্যার  ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে দেশ থেকে বিদেশ শহর থেকে গ্রাম সারা রাজ্য জুড়ে । কারোরই মন ভালো নেই। কেউ যেন মেনে নিতে পারছেন না এই নারকীয় হত্যার ঘটনা, যা সোশ্যাল মিডিয়ায় বারবার ঘুরে বেড়াচ্ছে আর আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কি হবে আগামী দিনে, আদৌ কি নিরাপদ সকলে ? বিক্ষোভের আঁচ প্রতিবাদের ঝড় দুর্গাপুর শহরেও আছড়ে পড়েছে বিভিন্ন জায়গায়। তেমনি দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধান নগরে একটি মৌন মিছিল বের করেন বিধাননগর রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার সন্ধ্যা বেলায় এই মৌন মিছিলে পা মেলান শতাধিক মানুষ হিন্দু মুসলিম থেকে আট থেকে ৮০ সকলেই। স্থানীয় মানুষেরা এই প্রতিবাদ মিছিলে এইচএফসি কলোনি ও বিধান নগর এলাকায় পদযাত্রা করেন সকলের হাতে ছিল মৃত পর্যটকদের আত্মার শান্তির কামনায়  জলন্ত মোমবাতি । সংগঠনের সম্পাদক সুমন বন্দ্যোপাধ্যায় বলেন আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ চাই না ধর্মের নামে রাজনীতি চাই না । যারা সন্ত্রাস চান যারা সন্ত্রাসবাদী, সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। জঙ্গিদের হাতে প্রাণ দিয়েছেন একজন মুসলিম যুবক‌ও। আহত পর্যটকদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন অনেক স্থানীয় মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা । ধর্মের নামে হানাহানি বন্ধ করে আমাদের সকলকে সঙ্ঘবদ্ধ একজোট হতে হবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot