পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এইরকম করুন পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চান স্বপ্নন কুমার ঘোষ। সেই লক্ষ্যেই এই সাইকেল যাত্রার আয়োজন বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে এই মুহূর্তে সাজো সাজো রব দিঘায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই আবহে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে দুর্গাপুর থেকে সাইকেল নিয়ে দিঘার উদ্দেশে রওনা দিলেন দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দা স্বপ্নন কুমার ঘোষ। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়কের উদ্যোগে এই সাইকেল যাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার দুর্গাপুরের অরবিন্দ আভিনিউ-এর তৃণমূল কার্যালয় থেকে সাইকেল যাত্রার সূচনা করেন বিধায়ক। উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের নেতা নেত্রীরা।
No comments:
Post a Comment