DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 26, 2025

দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে নয়া পালক প্রশংসার সিলমোহর ভারত সরকারের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে নতুন পালক । গর্বিত আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক থেকে কর্মীরা । স্বাস্থ্য ক্ষেত্রে দেশের সরকার বেশ কয়েকটি কঠোর মাপকাঠির মধ্য দিয়েই দেশের হাসপাতালগুলি মানদন্ড স্থির করে । আর এই মানদন্ডের পরীক্ষায় সসম্মানে উতরে গিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল । শুধু তাই নয় ৮৭ শতাংশ স্কোর করেছে বিভিন্ন মাপকাঠিতে । কোন  কোন বিভাগে  ৯৫ শতাংশ স্কোর করেছে যা বেশ গর্বের বলেই মনে করছেন চিকিৎসকেরা । ভারত সরকারের ন্যাশানাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্টান্ডার্ট মাপকাঠিতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কার্যত নিজেদের প্রমাণ করেছে তাদের মানদন্ড যথেষ্ট উঁচু আর কঠিন পরীক্ষার মধ্য দিয়েই তার স্বীকৃতি দুর্গাপুর মহকুমা হাসপাতাল  আদায় করে নেয় । দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল বলেন “ আটটি কঠোর পরীক্ষার ধাপের মধ্য দিয়েই এই গুণমান যাচাই করে ভারত সরকার । সাতদিন ধরে ভিজিট করেন এই মানদণ্ড এন কিউ এ এস আধিকারিকেরা । আমরা গর্ব অনুভব করছি আর এটা সম্ভব হয়েছে আমাদের সমস্ত কর্মীদের জন্য ‘। রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন “ ভারত সরকারের এই গুণমান পরীক্ষায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল সসম্মানে উতির্ণ হয়েছে এটা খুবই গর্বের ববিষয় । এই গুণমান যাচাই করেছে ভারত সরকার আর সেখান থেকে এই পুরস্কার এসেছে । মানুষের আস্থা রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের উপরে এবং সেই আস্থা অর্জনে সক্ষম হাসপাতালের চিকিৎসক থেকে কর্মীরা । একটি বেসরকারি সংস্থার পক্ষ ১২ থেকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে  আজ অপারেশন থিয়েটারে অত্যাধুনিক আলো এবং অপারেশন টেবিল দেওয়া হয় । এই অপারেশন টেবিল এবং আলোর উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার , সাথে ছিলেন হাসপাতালের সুপার ধীমান মণ্ডল , রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot