DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 13, 2025

শিক্ষক নিয়োগ ইস্যুতে কংগ্রেসের থানায় বিক্ষোভ অন্যদিকে শহর জুড়ে যুব তৃণমূলের বাইক মিছিল

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থানা ঘেরাও ডাক দিয়েছেন দশটা থেকে বারোটার মধ্যে, পশ্চিমবঙ্গে জানেন তৃণমূলের অপদার্থতার জন্য কয়েকজন দুর্নীতিগ্রস্ত শিক্ষককে বাঁচাতে গিয়ে কয়েকজন তৃণমূলের চোর ডাকাতকে বাঁচাতে গিয়ে ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেল। এই শিক্ষকরা যখন তাদের মৌলিক অধিকার নিয়ে লড়াই আন্দোলন করছে সেখানে পুলিশ তাদের নির্মম অত্যাচার করছে। শিক্ষা জাতির যে মেরুদন্ড যাকে বলি আমরা শিরদাঁড়া সেই শিক্ষকদের উপর তারা পদাঘাত করছে বুট পড়ে লাথি মারছে যেটা ভদ্র সমাজ আমরা মানতে পারিনা। এবং তার সাথে সাথে আমরা দেখছি যখন ওয়াকফ অ্যাক্ট কে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ অগ্নিগর্ভ তখন পুলিশের কোন পদার্থের ভূমিকা নেই। মুর্শিদাবাদে দাঙ্গা চলছে মালদাতে দাঙ্গা চলছে, মুর্শিদাবাদের তিনজন নিহত হয়েছে কিন্তু পুলিশের কোন পদার্থের ভূমিকা নাই। পুলিশ দাঙ্গা না আটকে শিক্ষকদের উপর অত্যাচার করছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা পুলিশকে বলেছি অবিলম্বে সমস্ত থানায় সর্বদলীয় পিস মিটিং ডেকে সেখানকার পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখতে। পিস মিটিং এখন থানাতে বন্ধ খালি তৃণমূল নেতৃত্বদের সঙ্গে যারা চোর ডাকাতদের সঙ্গে প্রতিনিয়ত মিটিং করতে ব্যস্ত আমরা বলেছি সর্বদলীয় বৈঠক সমস্ত থানাতে ডাকতে হবে।বিজেপি সিপিএম মিলে চাকরি খেলো বাংলার শিক্ষকদের। এই অভিযোগ তুলে বাইক মিছিলে যুব তৃণমূল। দুর্গাপুরের ইস্পাত নগরীর ইস্পাত পল্লী থেকে শুরু হয় বাইক মিছিল। ডেভিড মোড়, দুর্গাপুর ইস্পাত হাসপাতাল হয়ে আশীষ মার্কেটে শেষ হয়। কয়েকশো যুব তৃণমূলের কর্মী সমর্থকদের দেখা যায়। মিছিলের নেতৃত্ব দেন এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজিব ঘোষ এবং যুব সভাপতি মনোজ চন্দ। যুব সভাপতি বলেন,"বিজেপি আর সিপিএমের চক্রান্তে বাতিল হয়েছে এসএসসি প্যানেল। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন। তাদের হয়ে আমরা লড়াই করছি তাদের পাশে আমরা প্রত্যেক মুহূর্তে আছি।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot