DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 10, 2025

বোলপুর ও বড়জোড়ার ২ ছিনতাই বাজকে গ্রেফতার করল দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বারবার এলাকায় ছিনতাই এর ঘটনায় দুষ্কৃতী ধরতে সজাগ ছিল পুলিশ। আবারো এলাকায় দুষ্কৃতি দমনে সাফল্য কোকওভেন থানার। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের গলা ও কান থেকে সোনার হার দুল ইত্যাদি ছিনতাই এর সঙ্গে জড়িত থাকা একটি দুষ্কৃতী দল কে গ্রেফতার করলো কোক ওভেন থানার পুলিশ। এরা বাইক করে বিভিন্ন এলাকায় রাস্তায় থাকা মহিলাদের টার্গেট করত। বুধবার আনুমানিক বিকালে  ডিপিএল কলোনি এলাকায় নাম্বার প্লেট বিহীন গাড়িতে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে কোক ওভেন থানার পুলিশ এর সন্দেহ হয় পুলিশ তাদেরকে জেরা করতেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ পিছু পিছু ধাওয়া করে  এবং পুলিশ একজনকে ধরতে সক্ষম হলেও অপর ব্যক্তি পুলিশের অধরা হয়ে যায়।  পুলিশের জিজ্ঞাসাবাদে সে ব্যক্তি স্বীকার করে ওই এলাকায় মহিলাদের সোনার হার ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা ঘুরছিল। এরপর তাকে জেরা করেই পুলিশ বোলপুর থেকে এই চক্রের আর একজনকে গ্রেফতার করে। ওই দুই দুষ্কৃতী একজন লক্ষ্মী সাহানি বয়স ৫০,বোলপুরের বাসিন্দা। অপরজন মনিরুল মিদ্দা বয়স ৪০ বড়জোড়ার বাসিন্দা। পুলিশ এদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot