DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 5, 2025

দুর্গাপুরে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য উচ্ছেদ অভিযান শুরু করল ডিভিসি

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য উচ্ছেদ অভিযানে ডিভিসি। 
সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন(DTPS) সম্প্রসারণ এর কাজ শুরু হয়েছে। ৮০০মেগা ওয়াটের ইউনিট তৈরি করতে প্রচুর জমির প্রয়োজন। কয়েক মাস ধরে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি জবরদখলকারীদের জমি খালি করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে। সেই নির্দেশ না মানায় এবার ৩৭নং ওয়ার্ডের সুকান্তপল্লী খাটালপাড়ায় উচ্ছেদ অভিযানে নামল কর্তৃপক্ষ।  সকাল থেকে সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। মোতায়েন ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্সও। দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার(সিভিল) অমিত কুমার মোদি বলেন,"দু'মাস ধরে আমরা মাইকিং করেছি। দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি খালি করার জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। তারা জমি খালি না করায় আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি। ৮০০ মেগাওয়াটের ইউনিট তৈরীর জন্য প্রচুর জমির প্রয়োজন। সেই সম্প্রসারণের কাজের জন্যই জমি পুনরুদ্ধার করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো সমস্যাই করতে হয়নি। পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতা পেয়েছি।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot