দুর্গাপুরের গোপালমাঠের বনগ্রাম এলাকার ছোট্টু বাউরি প্রতিবাদী হওয়াতেই তাকে মরধর করে মুখ বন্ধ করার চেষ্টা, স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম স্ত্রীও বলে অভিযোগ। তৃণমূল অশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। মেইল মারফত অভিযোগ দায়ের দুর্গাপুর থানায়। রাষ্ট্রয়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা জমিতে বেআইনি ভাবে বাড়ি তৈরী হচ্ছিল। সরকারী এই জমি প্লট করে করে বিক্রি হচ্ছিল, প্রতিবাদী হওয়াতেই বিপদ ঘনিয়ে এলো ছোট্টুর জীবনে। অভিযোগ,স্থানীয় তৃণমূল আশ্রিত লোকজনই নাকি এই ঘটনায় জড়িত, অভিযোগ অস্বীকার করে ছোট্টুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদর।
এলাকারই কিছু লোকজন দলবল নিয়ে গিয়ে রবিবার ছোট্টুর বাড়িতে চড়াও হয় বলে দাবি। পাল্টা অভিযোগ করে জয়ন্ত বাউরী বলেন, "আমরা জমিতে বাড়ি বানাচ্ছিলাম। ছোট্টু বাউরী বলছে সেখানে আমাদেরও জায়গা আছে। সে আমাদের কাজে বাধা দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়। উল্টে আমাদের নামেই মারধরের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
No comments:
Post a Comment