DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 15, 2025

ফাঁসির দাবিতে বিক্ষোভ দুর্গাপুর আদালত ভবনের সামনে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গত শনিবার গভীর রাতে দুর্গাপুরের অমরাবতী ভ্যাম্বে কলোনি হরি মন্দির সংলগ্ন এলাকায় বিয়ে বাড়িতে নাচের গান চালানো কে কেন্দ্র করে বরযাত্রী ও কনে পক্ষের বচসায় মারধরের ঘটনায় মৃত্যু হয় বছর ১৭ আতিস বেদের। এই ঘটনায় নিউ টাউনশিপ থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে আদালতে পেশ করলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। শনিবার ধৃতদের হেফাজত শেষে আতিসের বাড়ির লোকজন দুর্গাপুর মহকুমার আদালতের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি একটাই ধৃতদের ফাঁসি চাই। ঘটনাস্থলে এসে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। কিছুক্ষণ ধরে চলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ। কিছুক্ষণ পর বিক্ষোভ উঠে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot