DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 9, 2025

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে নারী দিবসে নারীদের সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সুবর্ণজয়ন্তী বর্ষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শনিবার দুপুর দুটোর সময়। উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা INTTUC সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলাররা। দুর্গাপুরের বিশিষ্ট নারীদের কে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মানিত করা হলো। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আন্তর্জাতিক নারী দিবসের আজ শতবর্ষ বাংলা নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী জাগরণ নারীদের উন্নয়ন নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। আজকের দিনে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিম বর্ধমানের যারা সাহসী মহিলা যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমান কে সমাজের সর্ব স্তরের যারা সেবিকা ডক্টর শিক্ষিকা অধ্যাপিকা থেকে শুরু করে যারা জোমাটোতে স্কুটারে চেপে লোকের বাড়িতে খাবার পৌঁছে দেন যারা টোটো চালান সমাজের সমস্ত সর্বস্তরের মহিলাদের আমরা সম্মান দেওয়ার চেষ্টা করেছি। অন্যদিকে এদিন সন্ধ্যা সাতটায় আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য একগুচ্ছ মানবিক পরিষেবার ডালি নিয়ে এল দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতাল। বর্তমান যুগে মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। সে কারণেই  হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের কর্ণধাররা জানান, এদিন মোট ১০০ জন মহিলাকে সম্পূর্ণ বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক টিকা দানের কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন এই টিকাকরণ পাশাপাশি ৫০ জন মহিলার প্রায় সব ধরণের রক্ত পরীক্ষা ও আল্ট্রাসোনোগ্রাফীর উদ্যোগ হাসপাতালের।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot