DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 12, 2025

ভেষজ আবীর তৈরির কর্মশালা হয়ে গেল দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিগত বছরগুলির মত এবারও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্র  ও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচার ক্লাবস কোয়াঅর্ডিনেশন  সোসাইটির উদ্যোগে এবং পরিবেশ রক্ষার্থী সংগঠন *আসার* এর সহযোগিতায়  সম্প্রতি শ্যামপুরে উদয় সংঘ ক্লাবে বিশাল উৎসব উদ্দীপনা সহকার ভেষজ আবির তৈরীর কর্মশালা অনুষ্ঠিত হয়। গাঁদা ফুল, বিট, পালং শাক থেকে আবির প্রস্তুতি হাতে-কলমে শেখানো হয়েছে।বর্তমান সময়ে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে, খুব কম খরচে ও  সহজ পদ্ধতিতেই এই আবির তৈরি  করা যায়। বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব সজল বসু ও দেবব্রত চৌধুরী হাতে কলমে এই কাজ শেখায়।৩৫ জন স্থানীয় বাসিন্দা এই শিবিরে উপস্থিত ছিল। পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ ও পম্পা চক্রবর্তী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।বিধান নগরে অবস্থিত  জীবনদান ভবনে এই ভেষজ আবির পাওয়া যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot