DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 17, 2025

মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হওয়া দুর্গাপুরের মৃতের পরিবারের পাশে সাংসদ কীর্তি আজান

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মহাকুম্ভে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু। পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ কীর্তি আজাদ। জানালেন সমবেদনা। মৃত মহিলার নাম রেখা ঘোষ (৫০)। দুর্গাপুরের ১৬নং ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা। জানা গেছে, চার দিন আগে দুর্গাপুরের সুকান্ত পল্লী এলাকা থেকে চার চাকার গাড়িতে করে পরিবারের সঙ্গে প্রয়াগরাজে যাচ্ছিলেন রেখা দেবী। বিহারে পথ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গাড়িতে থাকা রেখা দেবীর মৃত্যু হয়। অল্পবিস্তার আহত হন পরিবারের সদস্যরাও। তারপরেই ময়নাতদন্তের পর শনিবার দেহ নিয়ে আসা হয়। সোমবার সকালে রেখা দেবীর পরিবারকে সমবেদনা জানাতে পৌঁছালেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। সঙ্গে ছিলেন দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ তৃণমূল কর্মী সমর্থকরা। সাংসদ কীর্তি আজাদ রেখা দেবীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সরকারের কাছে যাতে সাহায্য পান রেখা দেবীর পরিবার সেই ব্যবস্থা করারও আশ্বাস দেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot