DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 26, 2025

পানাগড়ে সুতন্দ্রা মৃত্যু রহস্য ক্রমশ অন্যদিকে মোড় নিচ্ছে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর মহকুমা আদালতে সুতন্দ্রা মৃত্যু রহস্যের ঘটনায় ওই রাতে গাড়িতে থাকা মন্টু ঘোষকে গোপন জবানবন্দীর জন্য নিয়ে আসা হয়েছে। সঙ্গে আনা হয়েছে মন্টুর দাদাকেপানাগড়ে সুতন্দ্রা মৃত্যুর রহস্য ঘটনার মোড় অন্যদিকে ঘুরছে। যতগুলো সিসি টিভি ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে অভিযোগের তীরে অভিযুক্ত বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করছে ভীষণ স্পিডে  সুতন্দ্রার গাড়ি । রাস্তার মাঝে আদৌ কি ঘটনা ঘটেছে তা নিয়ে শুরু হয়েছে জোর তদন্ত এবং পানাগড়ের পুরনো যন্ত্রাংশের কাবাড়ি পট্টিতে যে গলিতে বাবলু যাদবের বাড়ি সেই গলির মুখে বাবলুর গাড়ি ধাক্কা মেরেছে নাকি সুতন্দ্রার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তা নিয়ে শুরু হয়েছে জোর তদন্ত । যার বিরুদ্ধে অভিযোগ বাবলু যাদবের স্ত্রী জানাচ্ছেন তার স্বামী নির্দোষ তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এমনটাই সূত্রের খবর । পানাগড় বাজারের পুরনো যন্ত্রাংশের কাবারি পট্টি এলাকার সংগঠনের যিনি সভাপতি তিনিও বলছেন এই ঘটনায় সঠিক তদন্ত হওয়া দরকার কারন দুর্ঘটনা যেভাবে ঘটেছে এবং সিসিটিভি ফুটেজ যা বলছে তা কিন্তু অন্য ঘটনার জন্ম দিচ্ছে। অন্যদিকে  প্রশ্ন উঠছে, প্রথম থেকে ইভটিজিংয়ের ঘটনার কথা উল্লেখ বারবার করা হলেও থানায় অভিযোগের কপিতে সে কথা লেখা নেই কেন এড়িয়ে যাচ্ছেন কেন সুতন্দ্রার গাড়িতে থাকা যুবকেরা । চোখ রাখুন দুর্গাপুর আপডেট ডট কমে আসল খবর তুলে ধরব আমরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot