DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 22, 2025

আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়ির অফিসে ভাঙচুর দুষ্কৃতির ...চাঞ্চল্য এলাকায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আসানসোলে আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ভাঙচুর।বাসভবনের অফিসের টেবিলে কাঁচ ভাঙচুর। বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে, এক দুষ্কৃতী পুলিশে নজর এড়িয়ে সিসিটিভির ক্যামেরার নজর এড়িয়ে ঢুকে পড়ে মলয় ঘটকের বাড়িতে এবং থান ইঁট দিয়ে ভাঙচুর করে মলয় ঘটকের অফিসের টেবিলের কাঁচ । এই ঘটনায় অভিযুক্তকে আটক করল পুলিশ। মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে পাহারায় থাকে পাঁচ জন পুলিশ কর্মী তারপরেও কিভাবে পুলিশে নজর এবং সিসিটিভি ক্যামেরা নজর এড়িয়ে দুষ্কৃতি ঢুকে গেল বাড়ির ভেতরে তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার অভাব বোধ করছেন মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর ঘটনা স্থলে পৌঁছে যান। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম বিকি কেওড়া অভিযুক্ত আসানসোলের দক্ষিণ থানার কালিকাপুর সায়ের পাড়া ৫৪ নম্বর ওয়ার্ড অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে ।মন্ত্রীর বাসভবনে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামলা প্রশ্ন উঠছে। আর কেনই বা এই যুবক হামলা করল তারই তদন্তে পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot