DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 20, 2024

তুমি কেমন করে গান করো হে গুণী.. ওগো বিদেশিনী রবীন্দ্রনাথের গানে ভাসলো হাঙ্গেরি ও কলকাতা।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সম্প্রতি রবীন্দ্র সংগীতের একটি ভিডিও এ্যালবাম দারুণভাবে উপস্থাপনা করেছে কলকাতার বিশিষ্ট সংগীতশিল্পী এবং মিউজিসিয়ান অর্ঘ্য কমল এবং হাঙ্গেরির ক্যাথলিন বার্নস । জাগরণে যায় বিভাবরী এই গানটা অনেকেই অনেকভাবে গেয়েছেন কিন্তু হাঙ্গেরির মতো একটি দেশে রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা এবং সম্পূর্ণ রবীন্দ্র সংগীতের সব কিছু নিয়ম নীতি মেনে এত ভালো শব্দ চয়নে গেয়েছেন ক্যাথলিন বার্নস যা অবশ্যই প্রশংসনীয় । গানটা শুনে বলতে হয় কবিগুরুর লেখায় আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি কেমন করে গান করো হে গুণী। ক্যাথলিন বার্নস একজন লেখিকা এবং একজন বিশিষ্ট গায়িকা ও মিউজিসিয়ান তিনি হাঙ্গেরিতে থাকেন । অর্ঘ্য কমল একজন ভালো সংগীত শিল্পী সহ মিউজিক ডিরেক্টর এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে আর জনপ্রিয় শিল্পী নচিকেতার সঙ্গে কিবোর্ড বাজান এখন মঞ্চে গানও করেন । ক্যাথলিনের সঙ্গে তার আলাপ হয় ২০১৭ সালে বাংলা নাটক ডট কমের একটি অনুষ্ঠানে তারপর ২০১৮-১৯ নাগাদ  একসাথে তারা প্রথম একটি মিলিত এক্সপেরিমেন্টাল অনুষ্ঠান করে । দুজনেরই সঙ্গীত জীবন নিয়ে বন্ধুত্ব আরো প্রাণবন্ত হয় । এরপর কোভিড এর কারণে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় বলে তাদের আর একসাথে গান গেয়ে ওঠা হয়নি। শুধুমাত্র ফোনেই তখন গান বাজনা নিয়ে কথা হত। ওদের দেশে গান নিয়ে নতুন কি ভাবনা হচ্ছে  যেমন খোঁজ নিত অর্ঘ্য তেমনি আমাদের দেশের গান বাজনার নতুন ভাবনা বিষয় নিয়েও অর্ঘ্য জানাতো ক্যাথলিনকে । এই বছর হঠাৎ মার্চ মাসে ক্যাথলিন বলে আমি কলকাতায় আসছি আমরা একসাথে একটা গান গাইবো। কিন্তু মুশকিল হচ্ছিল কি গান তারা করবে সেই নিয়ে যখন ভাবনা চিন্তা চলছিল, তখনই অর্ঘ্য ভাবে বাংলায় যখন অ্যালবাম করবই তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নয় কেন ,উনিতো বিশ্ব কবি তাই জাগরণে যায় বিভাবরী গানটি বাছা হয় । ক্যাথলিন বাংলাটা এত সুন্দর উচ্চারণ করে মনে হয়  ওই যে কেউ বলে না ..বাংলাটা আমার ঠিক আসে না ..তাদের কাছে এটা শিক্ষণীয় । অর্ঘ্যের মতে আমাদের রবীন্দ্রনাথ আছেন নজরুল আছেন জীবনানন্দ আছেন আরো কত নাম বলবো। বাংলা ভাষাটা আমার গর্ব অর্ঘ্য কমল অফিসিয়াল চ্যানেল থেকে গানটি সম্প্রতি রিলিজ করেছে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে । হাঙ্গেরিতেও গানটি বেশ চর্চিত হয়েছে বলে খবর ক্যাথলিনের তরফ থেকে । এই গান তাই যত মানুষের কাছে পৌঁছোবে তাদের এই কাজ সার্থক হবে । আমাদেরও তাদের এই নতুন প্রয়াস কবিগুরুর গানকে উপস্থাপনার জন্য এবং সকলের সামনে তুলে ধরার জন্য অনেক শুভকামনা রইল ।

1 comment:

  1. Very nice coverage. Congratulations & heartiest good wishes to Arghya and his music partner. Go ahead 👍

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot