মৃত শ্রমিকের নাম চন্দন বাউরী, রাম টুডু দুজনেই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা
ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ
কাঁকসা থানার অন্তর্গত বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার ভেতর দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের আহত ২
মৃত শ্রমিকের নাম চন্দন বাউরী, রাম টুডু দুজনেই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা
বামুনারা শিল্পতারিখের বেসরকারি ইস্পাত কারখানা সাব স্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হয়েছিল আর সেই পাচিলের ধারে বসেছিল চারজন কারখানার শ্রমিক গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাঁচিলের ছাওয়ার সামনে চার শ্রমিক বসেছিল সেই সময় পাঁচিল ভেঙে পড়ে যায়, ঘটনার তলে মৃত্যু হয় দুই শ্রমিকের আহত দুই আহত দুই সমীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়
বামুনাড়া শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানা সাব স্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হয়েছিল আর সেই পাচিলের ধারে বসেছিল চারজন কারখানার শ্রমিক গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাঁচিলের ছাওয়ার সামনে চার শ্রমিক বসেছিল সেই সময় পাঁচিল ভেঙে পড়ে যায়, ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের আহত দুই আহত দুই জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।ঘটনাকে কেন্দ্র করে কারখানার বাইরে ব্যাপক উত্তেজনা
No comments:
Post a Comment