DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 10, 2024

নেতা হোক বা অভিনেতা দুটো ক্ষেত্রেই ভালো মানুষ হওয়া প্রয়োজন দুর্গাপুরে বললেন দেব।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ দুর্গাপুরে ভগৎ সিং ক্রীড়াঙ্গনে হেলিকপ্টারে করে এসে ইস্পাত নগরীতে রোড শো করে আবার হেলিকপ্টারে করে ফিরে গেলেন দেব । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ,রাজনীতিতে ভালো মানুষের বড় অভাব। অভিনেতা হতে গেলে যেমন একজন ভালো মানুষ হতে হয় তেমনি নেতা হতে গেলেও একজন ভালো মানুষ হওয়ার দরকার। দুর্গাপুরে বললেন দেব । ব্যক্তি আক্রমণে করে ভোটে জেতার কথা তিনি যে বিশ্বাস করেন না তাবার স্পষ্ট করে বলে দিলেন।  মানুষ ভদ্র ব্যবহার ভালো মানুষকে চায় এসব চায় না তাই ঘাটালে আবারো জিতবো, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবার অবশ্যই তৃণমূল জিতবে বলে তিনি আশাবাদী জনতার ভিড় দেখে । গতকাল তিনি না আসার জন্য অনেক মানুষ হতাশ হয়েছিলেন তাই আজকে তাকে আসতেই হলো বললেন অভিনেতা দেব

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot