DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 30, 2024

দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয় এর স্বচ্ছতা কর্মসূচি পালিত হল

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের তরফে কলকাতা এন এস এস আঞ্চলিক ডিরেক্টরেট এর এর পক্ষ থেকে এক সপ্তাহের স্বচ্ছতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল । দুর্গাপুর মহিলা কলেজের জাতীয় সমাজসেবা শাখা এই কর্মসূচিতে যোগ দেয় ২৭ শে মার্চ কর্মসূচির সূচনা হয়। সেদিন গণতন্ত্রে ভোটের অধিকার বিষয়ক পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয় ।২৮ শে মার্চ কলেজের তরফে দত্তক নেওয়া বরফ কল বস্তিতে স্বচ্ছতা অভিযান হয়। বর্জ্য ব্যবস্থাপনার উপরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দুর্গাপুর পুরসভার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচিও হয় । ভোটাধিকার প্রয়োগ বিষয়ে সচেতনা তৈরির জন্য "রাস্তার কণ্ঠস্বর ''শীর্ষক পথনাটক পরিবেশন হয়। শনিবার বরফ কল থেকে জীবন বীমা ভবন পর্যন্ত স্বচ্ছতা বিষয়ক সাইকেল মিছিল হয় । কলেজের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়াদের সহযোগিতায় এন এস এস এর পক্ষ থেকে কর্মশালা হয় বলে জানান দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষা মহানন্দা কাঞ্জিলাল।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot