DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 29, 2024

দুর্গাপুরে ক্রিকেটের বিগ ব্যাশের নামে চলছে ব্যাটিং চক্র অভিযোগ দুর্গাপুরের জাতীয় দলের ফুটবলারের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : খেলার উন্নতি সাধন নয় বেটিং চক্র টাই মূল উদ্দেশ্য দুর্গাপুরের বিগ ব্যাশের ..এটা কোন রাজনৈতিক দলের প্রার্থী বা কর্মীদের বক্তব্য নয় .. অভিযোগ সহ অভিমানের গলায় বক্তব্য দুর্গাপুরের মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় সহ জাতীয় দলের খেলোয়াড় এর। এমনই একজন দুর্গাপুরের সম্মানীয় দিকপাল খেলোয়াড় সুব্রত সিনহা যিনি মোহনবাগান সহ জাতীয় দলের হয়ে খেলেছেন। ফুটবলের জন্য সমর্পণ করেছেন সারাটা জীবন  যিনি দুর্গাপুর কে প্রাণ দিয়ে ভালোবাসেন । যিনি ভালোবাসেন ফুটবল । মনে মনে স্বপ্ন দেখেন দুর্গাপুর শহরে হাজার হাজার ফুটবলার দুর্গাপুর শহরকে সম্মানের জায়গায় নিয়ে যাক আগামী দিনে । তাদের পায়ের জাদুতে মেতে উঠুক দুর্গাপুর আবার আগের মত । অভিমানে সুরে তিনি বলেন ফুটবলের শহর দুর্গাপুরে ফুটবলের টুর্নামেন্টের জন্য হাত পেতে রীতিমতো ভিক্ষে করতে হয়  শহর দুর্গাপুরে । যে শহর ফুটবলের শহর যে শহর জন্ম দিয়েছে এমন কয়েকজন দিকপাল ফুটবলারের যারা দুর্গাপুর শহরকে সম্মানের শিখরে নিয়ে গেছেন সে শহরে এখন ক্রিকেট নিয়ে বেটিং এর রমরমা অন্যান্য ক্রিকেটের টুর্নামেন্টের মত দীর্ঘশ্বাস ফেললেন এই দিকপাল ফুটবলার ক্যামেরার সামনে । সঞ্জয় মাঝি, গৌতম দে অমিতাভ ঘোষ  কার কার নাম বলবো এমন প্রচুর নাম রয়েছে। যারা কলকাতার দিকপাল ফুটবলারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন আর শহরকে সম্মানের শিখরে নিয়ে গেছেন। দুর্গাপুরে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব, অ-আ-ক-খো ক্লাব ,বিরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব ,তানসেন ক্লাব, দিশারী সংঘ ,আমরা কজন ,ডায়মা ক্লাব এইরকম হাজার  নাম রয়েছে যারা ফুটবলার তৈরি করেছে।তাহলে কারা দুর্গাপুর শহরে খেলাকে নিয়ে যাচ্ছেন ব্যবসায়িক এবং নোংরামির জায়গায়। লোভ ,হাজার আলোর রমরমা চটুল গান ,আর লোভের বশবর্তি হওয়া হাজারো পথে।।।। সবাই কি দেখেও চুপ করে যাচ্ছেন। প্রশ্ন খেলোয়াড়দের সঙ্গে আমাদেরও।।।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot