DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 24, 2024

প্রাক দোল উৎসবের আনন্দে কীর্তি আজাদ.. মিলন হোলো অপু বিশুর রঙের উৎসবে বহু বছর পর..

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বহু বছর মুখ দেখা দেখি বন্ধ । তার প্রভাবও পড়েছে ভোটের ময়দানে বারবার । অপূর্ব মুখোপাধ্যায় বিশ্বনাথ পাড়িয়ালের দ্বন্দ্বের জেরে দুর্গাপুর দায়িত্বভার এর নেতৃত্ব চলে গেছে আসানসোলের দখলে এমনই ব্যাখ্যা রাজনৈতিক মহলের ।  কিন্তু আবার যেন ফাগুন হাওয়া ফিরিয়ে নিয়ে এলো লোকসভা ভোটের আগে এই সেরা জুটিকে । এমনটাই ছবি ধরা পরল আজ দুর্গাপুরে, প্রাক দোল উৎসবে খুশি তৃণমূল শিবিরে দুজনকে একসাথে দেখে । যেন আবার নতুন করে লড়াইয়ের উন্মাদনা । এ শহর আমার শহর আমাদের। বাইরের কোন নেতৃত্বের কর্তৃত্ব মানবো না এমনটাই ছিল চোখে মুখে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের মধ্যে ।রবিবার দুর্গাপুরে গ্যামন ব্রিজ ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক বসন্ত উৎসবে কচিকাঁচা দের সাথে মেতে উঠলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত কীর্তি আজাদ , পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং তৃণমুল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সহ দুর্গাপুরের প্রাক্তন মেয়র জেলা সভাপতি এবং বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন এই বসন্ত উৎসবে । ভোট উৎসবের শুরু সেভাবে হয় নি কিন্তু বসন্ত উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে তৃণমুল খুব সহজেই নিজেদের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদকে পরিচিত করিয়ে নিচ্ছেন এলাকায় । আর অবশ্যই বিশ্বনাথ পাড়িয়াল ও অপূর্ব মুখোপাধ্যায়ের কাছে আসাটা বাড়তি পাওনা ছিল আজকের বসন্ত উৎসবে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot