DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 27, 2024

হঠাৎ করে দুর্গাপুরে জন্ম নেওয়া বিগ ব্যাশের কারণ কি ? ফুটবলের শহরে এর কান্ডারী কারা এবং কেন?

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে হঠাৎ করে কেন জন্ম হলো বিগ ব্যাশের ..? এই বিগ ব্যাশ  এর  কর্তা বিধাতা কারা..? কেনই বা হঠাৎ ফুটবলের শহরে হঠাৎ করেই ক্রিকেটের রমরমা..? এর পেছনে কি রহস্য ? কত টাকা ঢালা হচ্ছে ? কারা দিচ্ছেন টাকা ? কেনই বা দিচ্ছেন ..? আমাদের শহর দুর্গাপুর কে ফুটবলের জগতে যারা দুর্গাপুরের নামকে সমৃদ্ধ করেছেন ফুটবল নিয়ে তো কই এত মাতামাতি হয়নি দুর্গাপুর শহরে ? এতদিন তখন কোথায় ছিলেন এই সমস্ত ক্রীড়া প্রেমী ব্যবসায়ীরা বা তথাকথিত বিশিষ্ট নাগরিকেরা ? তারা কি জেগে ঘুমাচ্ছিলেন নাকি  অন্য কোন কারণ ? সব সেরার খেলা বাঙালির তুমি ফুটবল এই গানটা হয়তো সবাই ভুলে গেছেন কিন্তু দুর্গাপুর শহরে অগণিত মানুষেরা ভোলেনি । ফুটবলের সেই উন্মাদনের কথা । বিগ ব্যাশ খায় না মাথায় দেয় এটা একজন শহরের খেটে খাওয়া নাগরিক বা রিক্সাওয়ালা বা বাসের ড্রাইভার বা সাধারণ খেটে খাওয়া মানুষ জানে না। এর সঙ্গে যোগ হয়েছে দু একজন সাংবাদিক  সংবাদমাধ্যমকে প্রহসনের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে.. যোগ হয়েছে এমন কিছু ব্যবসায়ী যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এমনই বক্তব্য সাধারণ মানুষের । রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা সামিল হচ্ছেন তারা খবর রাখেন তো এসব বিষয়ে  ?  মোহনবাগান একাডেমি বন্ধ হয়ে গেল আবার তার খোলারও কথা রয়েছে । ইস্টবেঙ্গল ক্লাব নিয়েও ভাবনা-চিন্তা হয়েছে অনেকে বক্তব্য দিয়ে গেছেন মাইকের সামনে সেটাও আমরা শুনেছি । নামেই কিছু ফ্যান ক্লাব হয়েছে কিন্তু বিগ ব্যাশের ধারে কাছে তারা যেতে পারলেন না কেন আপামর দুর্গাপুরবাসীর দুই ক্লাবের মাতোয়ারা হাজার হাজার নাগরিকেরা । তার কতটা কাজকর্ম কতদূর এগিয়ে নিয়ে গেছেন মাননীয় দুর্গাপুরের হরতাকর্তা কয়েকজন বিধাতা যারা নতুন করে শহরের দায়িত্ব নিয়েছেন । আগে ফুটবল খেলা নিয়ে চাকরি পাওয়া যেত এখন তো তাও যায় না। বাঙালির খেলা ফুটবলকে ফেলে দিয়ে দুর্গাপুরের কয়েকজনের হাত ধরে হঠাৎ করেই বিগ ব্যাশ আবারো বলছি সেটা খায় না মাথায় দেয় তার চুলচেরা বিশ্লেষণ করবো আমরা। শহরের উন্নয়নের খাতে মানুষের জন্য আপনাদের টাকা ব্যবহার না করে খায় না মাথায় দেওয়া বিগ বেস এর জন্য কত টাকা খরচা হচ্ছে তারও হিসাব জানতে চাইবো আমরা এবং কারা এর পেছনে তারও চুলচেরা বিশ্লেষণ হবে সব কিছুর চুলচেরা বিশ্লেষণ দুর্গাপুর আপডেট এবং দুর্গাপুর খবরে চোখ রাখুন দুর্গাপুর আপডেট খবরের কাগজে ...durgapur update.com ডিজিটাল নিউজ এবং দুর্গাপুর খবর ফেসবুক পেজে মুখোশ খুলবো আমরা

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot