DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 23, 2024

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল এর নাম ঘোষণা বামেদের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অবশেষে ঘোষিত হলো সিপিএম প্রার্থীর নাম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ।  বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সি পি আই (এম) এর প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল এর নাম ঘোষণা বামেদের। সুকৃতি ঘোষাল বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন।শিক্ষাবিদ হিসাবে সুপরিচিত সুকৃতি ঘোষালের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই সি পি আই ( এম) সমর্থকেরা মিছিল করতে নামেন।এদিন সগড়ভাঙ্গায় একটি মিছিল সংঘটিত হয়। মিছিলটি গ্রাফাইট কারখানার গেটে শেষ হয়ে সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। এদিন সর্দার ভগত সিং এর তিরোধান দিবস। শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করে সভার কাজ শুরু হয়।। এদিন বিকেল থেকেই শহরের বিভিন্ন স্থানে প্রার্থীর নাম নিয়ে দেওয়াল লিখন শুরু হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot