রাতে তাকে খুঁজে না পাওয়ার পর ভোর ৩টে নাগাদ শম্ভু দাসের বাড়ির সামনে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এর পরেই শম্ভু দাসের বাড়িতে চড়াও হয় এলাকার মানুষ। বাড়ি ভাঙচুরের সাথে একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী । সকালে এলাকায় উত্তেজনার পরিস্থিতি থাকায় ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও কাঁকসার এসিপি। এলাকায় উত্তেজনা রয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠলো এলাকারই এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুরে উত্তর পাড়ায়। জানা গিয়েছে মৃতের নাম পবিত্র বিশ্বাস (২৭)। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ মৃত যুবক কে মঙ্গলবার রাতে ফোন করে ডেকে নিয়ে এলাকার ব্যক্তি শম্ভু দাস তার বাড়িতে।
No comments:
Post a Comment