মাত্র কয়েক মিনিটের মধ্যে পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে । উদ্ধার হওয়া ব্যক্তি জানিয়েছেন তাকে পানাগড় স্টেশনের কাছ থেকে অপহরণ করা হয়। তিনি মধ্য প্রদেশের বাসিন্দা। তার কাছে ৩৮ লক্ষ টাকা ছিলো। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ফিল্মি কায়দায় এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করল কাঁকসা থানার ৪জন সিভিক ভলান্টিয়ার। একটি ছোটো গাড়ি করে মধ্য প্রদেশের এক ব্যক্তিকে সোমবার সকাল ১০টা নাগাদ পানাগড় স্টেশনের কাছ থেকে কাঁকসা থানার সামনের রাস্তা দিয়ে গাড়ি করে কলকাতার দিকে পালিয়ে যাওয়ার সময়।ওই ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দিতে গিয়ে থানার গেটের সামনে দাঁড়িয়ে থাকা ৪জন সিভিক বিষয়টি বুঝতে পেরে সময় নষ্ট না করে গাড়ি নিয়ে অপহরণকারীদের গাড়ির পিছনে ধাওয়া করে। অপহরণ কারীরা পানাগড় বাইপাশে ওঠার সময় কোনো রকম ট্রাফিক সিগনাল না মানায় তৎপর হয় ট্রাফিক পুলিশ কর্মীরাও। এদিকে কাঁকসা থানার সিভিক ভলান্টিয়াররা জীবনের ঝুঁকি নিয়ে ও ট্রাফিকের কথা মত পানাগড় বাইপাশ ধরে কলকাতার দিকে ধাওয়া করতেই পানাগড় বাইপাসের রেল ব্রিজের কাছে দুষ্কৃতীদের গাড়িটিকে ধরে ফেলে। উদ্ধার করা হয় অপহৃৎকে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৮ লক্ষ টাকা উদ্ধার করে সিভিক ভলান্টিয়াররা। তাকে উদ্ধার করার পাশাপাশি দুই দুস্কৃতিকে আটক করার সাথে গাড়িটিকে আটক করে কাঁকসা থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন একটি ছোট গাড়ি করে দুজন ব্যক্তি এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ওই ব্যক্তির চিৎকার শুনতে পেয়েই তারা পুলিশকে খবর দিতে যাওয়ার সময় থানার সামনে কয়েকজন সিভিক বিষয়টি দেখতে পায়।
No comments:
Post a Comment