DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, September 7, 2023

সাইবার ক্রাইমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করলো নিউ টাউনশিপ থানার পুলিশ।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সাইবার প্রতারণায় বারবার ফাঁদে পড়েন বিভিন্ন থানা এলাকার মানুষ। সাইবার ক্রাইম শাখা সহ বিভিন্ন থানার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার করলেও মানুষ কিন্তু সেভাবে সচেতন হন না তবুও মানুষ ভুল করেন এবং তার জন্য লড়াই করতে হয় বিভিন্ন থানার পুলিশ অফিসার সহ পুলিশ কর্মচারীদের। 
এমনই একটি ঘটনা দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় তিন মাস আগে দুর্গাপুরে কর্মরত মনীষা বন্দ্যোপাধ্যায় এবং শিবেন্দু দাস সম্পর্কে ভাই বোন তারা একটি ফাঁদে পা দিয়ে ৯০ হাজার টাকা খুইয়ে বসেন এরপরে অভিযোগ দায়ের হয় নিউ টাউনশিপ থানায়। অফিসার ইনচার্জ রাজশেখর মুখোপাধ্যায় তদন্তে নামেন। ওসি সাইবার সাব ইন্সপেক্টর গৌতম বিশ্বাস অক্লান্ত পরিশ্রম করে সেই টাকা উদ্ধার করেন এবং পুরোটাই জমা হয়ে যায় ওই দুজনের একাউন্টে আজ তাদের হাতে সেই ডকুমেন্ট তুলে দেওয়া হয়। সমস্ত বিষয়ে সাইবার ক্রাইম সম্বন্ধে অবগত করেন অফিসার ইনচার্জ নিউ টাউনশিপ থানা রাজশেখর মুখোপাধ্যায়।  দুর্গাপুর থানা থেকে বিভিন্ন থানায় যতবারই তার পোস্টিং হয়েছে দক্ষতার সঙ্গে সব থানায় তিনি কাজ করেছেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত থানার অফিসার ইনচার্জরা এবং তাদের সহকর্মী পুলিশ অফিসাররা প্রচন্ড রকম ভাবে মানুষের সঙ্গে সহযোগিতা করার জন্য সবসময়ই প্রাণচঞ্চল থাকেন। তাই বারবার খবরের শিরোনামে উঠে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিভিন্ন থানায় এলাকার পুলিশ বন্ধুদের সহযোগিতার কথা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot