২০১৭ সালের ১৩ আগস্ট দুর্গাপুরে পুরভোটে অবাধ ভোটলুট হয়েছে। সাধারন মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভিন জেলা থেকে হার্মাদ বাহিনী এনে তৃণমূল ভোট লুট করে পুরসভার দখল নিয়েছে। এমনটাই অভিযোগ বিরোধীদের। সেই পুরবোর্ডের মেয়াদও শেষ হয়েছে প্রায় বছর অতিক্রান্ত। বিরোধীরা থেকে থেকেই দুর্গাপুরে সরব হচ্ছে পুরভোটের জন্য। আজ সেই দিন ২০১৭ সালে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয়েছিল। এই দিনটিকে দুর্গাপুরের কালো দিন আখ্যা দিয়ে জেলা কংগ্রেসের নেতৃত্বে এক অভিনব প্রতিবাদ কর্মসূচী নিতে দেখা গেল। দুর্গাপুরের পাঁচ মাথা মোড়ে কংগ্রেসের পক্ষ থেকে এক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করতে দেখা গেল। সেখানে গণতন্দ্রের আত্নার শান্তি কামনা করে শ্রাদ্ধানুষ্ঠান করা হল বলে জানালেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গণতন্ত্রের শ্রাদ্ধের অনুষ্ঠান করল কংগ্রেস। বিগত দুর্গাপুরের পুর ভোটে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। আজ হলো সেই দিন যেদিন পুর নিগমের নির্বাচন হয়েছিল দুর্গাপুরে তাই গণতন্ত্রের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান কংগ্রেসের।
No comments:
Post a Comment