DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 3, 2023

রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পের বিরোধী চাকরির বিরোধী, দুর্গাপুরে বললেন শুভেন্দু অধিকারী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পের বিরোধী চাকরির বিরোধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুরে বললেন শুভেন্দু অধিকারী।  সভার অনুমতি না মিললেও  সভা করল বিজেপি দুর্গাপুর শহরে। প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। যানজট,উত্তেজনা,ঝঞ্ঝাট এড়াতে পথে নামল পুলিশ অন্যদিকে বাসের রুট ঘুরিয়ে দেওয়ায় বাস না পেয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরল ছাত্র-ছাত্রীরা।
আজ দুর্গাপুরের ডি পি এল কলোনির গ্যামন ব্রিজ ময়দানে বিজেপির বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো এই সভার অনুমতি নেওয়ার জন্য বিজেপি জমির জন্য ডিপিএল কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও অনুমতি মেলেনি তাই নিয়মমাফিক পুলিশি অনুমতিও ছিল না। তবুও বিজেপি নেতৃত্ব বলেছিলেন তারা সভা করবেন আজকে। গায়ের জোরে সভা করাও হলো অনুমতি ছাড়াই। আর পুলিশ কে ও পথে নামতে হলো দূরদূরান্ত থেকে আসা বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি, বাস,যানজট, উত্তেজনা এসব সামলানোর জন্য। অন্যদিকে মিনিবাসের রুট ঘুরিয়ে দেওয়ার জন্য এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা যারা দূরদূরান্ত থেকে আসে এই এলাকার স্কুলে তাদের পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো। অন্যদিকে শুভেন্দু অধিকারী মঞ্চে উঠে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে আগামী ভোট সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে নানান বিষয়ে সমালোচনা করেন। এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিজেপি নেতারা জেলে যেতে ভয় পায় না আর জেলে গেলেও তাড়াতাড়ি বেরিয়ে আসে রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্প বিরোধী চাকরি দেওয়ার বিরোধী। কারণ উনি জানেন চাকরি দিলে পঁচিশ হাজার টাকা মাইনে দিতে হবে তাই চাকরি না দিয়ে সেই টাকা ভাগাভাগি করে ৫০০ টাকা করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আজ বিজেপির এই সভায় দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই যুব নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot