DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, August 28, 2023

জাতীয় খেলা দিবসে মাড়োয়ারী যুব মঞ্চের উদ্যোগে সাইকেল র‍্যালি দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : জাতীয় খেলা দিবসে দুর্গাপুরের মাড়োয়ারি যুব মঞ্চের উদ্যোগে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুর শহরে।  মাড়োয়ারি যুব মঞ্চের সভাপতি গিরিধারী লাল আগরওয়ালের উদ্যোগে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের দেড়শো জন ছাত্রছাত্রী এই র‍্যালিতে অংশগ্রহণ করে। ডিএভি মডেল স্কুল, গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল, সোসাইটি ওয়েলফেয়ার ক্রিকেট সোসাইটি এরকম নানান স্কুল ও সংস্থা এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। দুর্গাপুরের বেনাচিতির দিলীপ সাইকেল স্টোর থেকে এই র‍্যালি শুরু হয় দুর্গাপুরের ট্রয়েকা তথা আনন্দ পার্ক পর্যন্ত।  ১৫ কিলোমিটার এই র‍্যালি হয়।  মাড়োয়ারি যুব মঞ্চের তরফ থেকে সভাপতি গিরিধারী লাল আগরওয়াল সহ যুব মঞ্চের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের তরফ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কে ধন্যবাদ জানানো হয়  ১৫ কিলোমিটার রাস্তায় এই র‍্যালি করার জন্য সমস্ত রকম নিরাপত্তার দায়িত্ব নিয়ে তাদের যথেষ্ট সহযোগিতা করার জন‍্য। এছাড়াও ধন্যবাদ জানানো  হয় বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ সহ শিক্ষক-শিক্ষিকাকে। এবং অবশ্যই তার সাথে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের যারা এই র‍্যালিতে অংশগ্রহণ করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot