DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 26, 2023

ডেঙ্গুর জন্য মশারি বিতরণ দুর্গাপুর পুর নিগমের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  : ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৫০ বিতরণ করা হলো ৫০০ মশারি দুর্গাপুর পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে। কাউকেই বাদ দেওয়া হচ্ছে না এই ওয়ার্ডের সমস্ত মানুষের রক্ত পরীক্ষা করা হচ্ছে প্রতিদিন নিয়মমাফিক এবং বিকেলের মধ্যে সেই রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে এরই মধ্যে আজকে ৫০০ মশারি বিতরণ করা হয়েছে দুর্গাপুর পুর নিগমের তরফ থেকে দুর্গাপুর পুর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় নিজে উপস্থিত থেকে এই মশারি বিতরণ করেছেন সঙ্গে স্বাস্থ্য দপ্তরের টিমসহ আশা কর্মীরা এবং অন্যান্য পুর নিগমের পদাধিকারীরা। বিশিষ্ট পদাধিকারীদের মধ্যে  ছিলেন রাখি তেওয়ারি রামপ্রসাদ হালদার দীপঙ্কর লাহা সহ অন্যান্য আরো অনেকে  অনিন্দিতা মুখোপাধ্যায় জানান আক্রান্তের সংখ্যা ৫০ তার মধ্যে অনেকেই সুস্থ হয়ে গেছেন। এবং এখন অনেকটাই কন্ট্রোলের মধ্যে চলে এসেছে সবকিছু তবে মানুষকে আরো সচেতন করতে হবে পরিষ্কার জমা জলে যেহেতু ডেঙ্গুর উৎপত্তি, তাই জল জমতে দেওয়া যাবে না এবং আবর্জনা সরিয়ে ফেলতে হবে শীঘ্রই। সেটা প্রতিটা মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হয়েছে। এ সমস্যা শীঘ্রই মিটে যাবে বলে, আশা অনিন্দিতা মুখোপাধ্যায়ের।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot