অন্যদিকে১০ দফা দাবি নিয়ে দুর্গাপুর এর মিশ্র ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ অনশনে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি
শ্রমিক বিরোধী নীতি ও পূর্ণাঙ্গ বেতন চুক্তির দাবিতে এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকালে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার গেটের সামনে সত্যাগ্রহ অনশন অবস্থানে বসল আই এন টি ইউ সি। আই এন টি ইউ সি জেলা সভাপতি সুভাষ সাহা জানান ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে হবে। প্রাপ্য ছুটি প্রদান করতে হবে। অস্থায়ী শ্রমিক থেকে প্রতি নির্দিষ্ট হারে স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে।১০দফা দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। দুর্গাপুর ইস্পাত কারখানা এবং দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা এই দুটি কারখানার সামনে দফায় দফায় অনশন অবস্থান বিক্ষোভ নিয়ে সরগরম শিল্প শহর।
No comments:
Post a Comment