DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, November 5, 2022

পাণ্ডবেশ্বর এ উদ্বোধন হলো নতুন বেসরকারি খনির।হবে কর্মসংস্থান বললেন বিধায়ক



দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  : পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ডালুরবাঁধে উদ্বোধন হলো নতুন বেসরকারি খোলামুখ খনির। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ECL পাণ্ডবেশ্বর এরিয়া অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ,পাণ্ডবেশ্বর ব্লকের inttuc ব্লক সভাপতি রামচরিত পাসোয়ান, ব্লক সভাপতি কিরীটী মুখার্জি ,যুব সভাপতি নরোত্তম মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । NCPC, JMCTএবং CMAT নামক সংস্থার যৌথ উদ্যোগে এই খোলামুখ খনিটি পরিচালিত হবে। এই খোলা মুখ খনি র কাজ করার সময়সীমা ৩বছর,এবং এই ৩ বছরে ৬৮ লক্ষ কিউবিক মিটার মাটি কেটে ৭.৮ লক্ষ্ কয়লা উত্তোলনের কাজ করা হবে। এবং এই প্রজেক্টটির আনুমানিক ব্যয় একশো কোটি টাকা।  সংস্থার এর কর্ণধার ভগীরথ রানা বলেন, এই কর্মযজ্ঞের ফলে সাধারণত এই এলাকার প্রচুর বেকার যুবকরা কাজে নিযুক্ত হতে পারবেন ,এবং এই খনি পাণ্ডবেশ্বর খনি এলাকার  ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন করে তৈরি হচ্ছে।পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন ,স্থানীয় পাণ্ডবেশ্বর সহ শিল্পাঞ্চল এলাকায় আর্থসামাজিক উন্নতিতে এই বেসরকারি খনিগুলির ভূমিকা যথেষ্ট রয়েছে ।সেই খনিগুলিতে কাজ চালুর ফলে এলাকার প্রায় ৩৫০জন   যুবকরা কাজে নিযুক্ত হতে পারবেন।এবং স্থানীয় প্রচুর মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot