DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, September 25, 2022

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং রাজ্যবাসীর কল্যাণ কামনায় মা মৃত্যুঞ্জয়ী যজ্ঞ কাঁকসার শ্যামাারুপা মন্দিরে

আজ মহালয়ার পুন্য তিথিতে কাঁকসার জঙ্গলমহলে প্রাচীন শ্যামারুপা মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মানুষের মঙ্গল কামনার্থে  মহা মৃত্যুঞ্জয়ী যজ্ঞ করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার।

পিতৃপক্ষের অবসান এবং দেবিপক্ষের সূচনা এই পূন‍্য লগ্নে আজ কাঁকসার জঙ্গলমহলের শ্যামা রুপা মন্দিরে ভিড় উপচে পড়েছিল। কাঁকসার পঞ্চায়েতের পূর্ত দপ্তরের কর্মাধক্ষ  আজ মহা যজ্ঞের আয়োজন করেছিলেন। মায়ের কাছে তিনি প্রার্থনা করেছিলেন বিপুল ভোটে প্রদীপ মজুমদার যেন জয়লাভ করেন অবশেষে প্রদীপ মজুমদার জয়ী হন এবং মন্ত্রী হন এর সঙ্গে সঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নামে এবং রাজ্যের মানুষের মঙ্গল কামনায় এই মহাযজ্ঞ করেন। মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল দুর্গাপুরের পুর নিগমের জল দপ্তরের দায়িত্বে থাকা প্রশাসক দীপঙ্কর  লাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ধুমধাম করে আজ মা দুর্গার আরাধনা শুরু হয়। অতীত কথনে আছে জঙ্গলমহলের এই শ্যামারুপা মন্দিরের পূজা প্রচলন করেন রাজা ইছাই ঘোষ।  অষ্টমীর দিন রাজবাড়ীর মন্দির থেকে কামানের তোপের আওজের পর কাঁকসা জঙ্গলমহলের বিভিন্ন গ্রাম সহ জমিদার বাড়িতে  অষ্টমীর পূজা আরম্ভ হত। এখনো নাকি গভীর রাতে সেই তোপের আওয়াজ শোনা যায়। আজ মন্ত্রী মজুমদার বলেন ইউনিস্কোর সম্মানের পর জাঁকজমকভাবে এবারে দুর্গা পুজো হবে এবং এবার প্রথম কার্নিভাল হবে দুর্গাপুর শহরেও। দুর্গাপুর শহর সহ রাজ্যের মানুষকে তিনি শুভেচ্ছা বার্তা জানান। তিনি এও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় এই মহাযজ্ঞে তিনি উপস্থিত ছিলেন এবং খুব নিষ্ঠার সাথে আজকে এই হোম যজ্ঞ হয় সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot