দুর্গাপুর আপডেট, নিউজ ডেক্সঃ দুর্গাপুরের প্রাচীন গ্রাম গোপীনাথপুর। দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির লাগোয়া এই গ্রাম। এই গ্রামের চ্যাটার্জী পরিবার বহু দশক ধরে এখানে বসবাস করছেন। এই পরিবারেরই তাপস চট্টোপাধ্যায় যার ডাকনাম রবি তিনি ছিলেন এই এলাকার প্রাণপুরুষ। নাট্যচর্চা থেকে সাহিত্যচর্চা ও সংগীত চর্চা সবই ছিল এই পরিবারে আগেও এবং এখনো। সাংস্কৃতিক জগত সহ অন্যান্য জগতের অনেক গুনি মানুষের পদধুলি পড়েছে এই পরিবারের বাসভবনে।
এছাড়া গ্রামের রাস উৎসব গাজন ২৪ প্রহর এবং নানান বিষয়ে অগ্রণী ভূমিকা ছিল রবি বাবুর। তার দুই ছেলে সদয় এবং উদয় দুজনেই বাবার মতই এখনও এলাকায় সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেন এবং মানুষের পাশে থাকেন। এই চ্যাটার্জি পরিবারের ইচ্ছে ছিল বাবার নামে সগরভাঙ্গা অঞ্চলের বিডিও মোড় থেকে গোপীনাথপুর গ্রাম যাওয়ার রাস্তার নামকরণ হোক। সেই মতই দুর্গাপুর পুরনিগমের মেয়রের কাছে তারা আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় তাপস চ্যাটার্জি সরনি নামে এই রাস্তার উদ্বোধন করলেন।
উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চ্যাটার্জী পরিবারের সদস্যরা। এদিন ছিল তাদের কাছে বিশেষ একটি আনন্দের দিন এবং খুব আবেগের একটি দিন। দুর্গাপুর পুর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় কে এই শুভ কাজে অনুমতি সহ উদ্বোধনের জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং খুশি পরিবারের সকল সদস্য সহ এলাকাবাসী।
No comments:
Post a Comment