DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 3, 2022

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৩০ হাজার টাকা লুঠ মুদি দোকান থেকে

 



দুর্গাপুর আপডেট, নিউজ ডেক্সঃ গতকাল রাত দশটা নাগাদ বুদবুদ থানার অন্তর্গত মানকর স্টেশন লাগোয়া একটি মুদি দোকানে ঢুকে তিন দুষ্কৃতী মুখে কাপড়  ঢাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ত্রিশ হাজার টাকা লুঠ করে। তারপর রেললাইন টপকে পালিয়ে যায়। 


দোকানের মালিক মন্টু আদিত্য জানান প্রতিদিনের মতো তিনি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দোকান বন্ধ করেন। গতকালও দোকান বন্ধের আগে রাত দশটার সময় তার দোকানে কর্মচারী ছাড়া বাইরে দু একজন খদ্দের ছিল সেই সময় তারা মুখে ঢাকা নিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সকলকে দোকান থেকে বার করিয়ে তাকে সমস্ত কিছু দিতে বলেন তার কাছে 30 হাজার টাকা ছিল সেই টাকা নিয়ে রেললাইন টপকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। তারা তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot