DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 26, 2022

দুর্গাপুরের ফুলঝোড়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হলো স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২২

 




 দুর্গাপুর আপডেট, নিউজ ডেক্সঃ  শিক্ষা মন্ত্রক গায়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকারথন ২০২২ এর সফটওয়্যার বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতায় উদ্বোধন হলো অন্যতম নোডাল সেন্টার দুর্গাপুরের ফুলঝোড়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। কলেজের দুলাল মিত্র প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ আই এ সি টি ই র পরামর্শদাতা মমতা আগরওয়াল এনআইটি ডিরেক্টর অনুপম বসু কলেজের সভাপতি সত্যজিৎ বসু সহ অন্যান্য বিশিষ্টবর্গ। এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় দুদিন ২৫ ও ২৬শে আগস্ট।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot