DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 27, 2022

Ak-47 সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে, গ্রেফতার এক

 



দুর্গাপুর আপডেট, নিউজ ডেক্সঃ এই সপ্তাহেই অন্ডাল থানা এলাকার উখড়া থেকে দু-দুবার দুষ্কৃতি ধরা পড়েছিল তাদের কাছ থেকে মিলেছিল আগ্নেয়াস্ত্র। এবার পান্ডবেশ্বর খনি এলাকায় মিললো প্রচুর আগ্নেয়াস্ত্র। বারবার খনি এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় চিন্তায় পুলিশকর্তারা


 শনিবার দুর্গাপুর ডিসি অফিসে সাংবাদিক সম্মেলন করেন আসানসোল - দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক পুলিশ আধিকারিক।  পান্ডবেশ্বর থানার পুলিস একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। দুষ্কৃতীর কাছ থেকে অত্যাধুনিক এ কে ফরটি সেভেন সহ পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এছাড়াও কার্তুজ ও ম্যাঙ্গানিজ উদ্ধার হয়েছে।দুষ্কৃতীর নাম সোলে পাসওয়ান। পাণ্ডবেশ্বর থানার রামনগর খনি এলাকায় তার বাড়ি। জানা গেছে এই অভিযুক্ত সমস্ত আগ্নেয়াস্ত্র অন্য কাউকে বিক্রির চেষ্টা করছিল। সূত্র মারফত খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার ওসি তার টিম নিয়ে এই দুষ্কৃতির বাড়িতে অভিযান চালায়। এবং জিজ্ঞাসাবাদ এর পরে এই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ডিসিপি অভিষেক গুপ্তা বলেন ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই এলাকায় নুর আলম নামে এক দুষ্কৃতী ছিল যে অবৈধ বালি ও কয়লার ব্যবসা করতো এবং মানুষকে ভয় দেখানোর জন্য তার লোকজনকে দিয়ে এই সমস্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করত। ২০১৯ এ মারা যাবার পরে হাত বদল হয়ে এই সমস্ত আগ্নেয়াস্ত্র চলে আসে শোলে পাশওয়ান এবং তার এক সঙ্গীর কাছে এবং এই সমস্ত আগ্নেয়াস্ত্র কয়েকজনকে বিক্রি করার ছক কষে ছিল শোলে পাশওয়ান। 



তাকে  আজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং দশ দিনের পুলিসি হেফাজতের আর্জি জানিয়েছে পুলিস।  দুষ্কৃুতীকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করবেন বলে জানান  অভিষেক গুপ্তা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot